টেন্ডার দুর্নীতি কান্ডে লক্ষ লক্ষ টাকা সহ সোনার হদিশ

29th August 2021 1:21 pm বাঁকুড়া
টেন্ডার দুর্নীতি কান্ডে লক্ষ লক্ষ টাকা সহ সোনার হদিশ


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : বিষ্ণুপুর পৌরসভার টেন্ডার দুর্নীতি কাণ্ডে আরও লক্ষ লক্ষ টাকা ও প্রচুর পরিমাণে সোনার হদিস পেল তদন্তকারী অফিসাররা  ।

বিষ্ণুপুর পৌরসভার ১০ কোটি টাকার টেন্ডার দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যে এরেস্ট হয়েছেন রাজ্যের প্রাপ্ত মন্ত্রী তথা বিষ্ণুপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামাপ্রসাদ মুখার্জী তারই পাশাপাশি এরেস্ট করা হয়েছে স্যাম ঘনিষ্ঠ আরো দুই ব্যক্তিকে বিষ্ণুপুর পৌরসভার প্রাক্তন ওভারশিয়ার দিলীপ গড়াই ও শ্যামাপ্রসাদ মুখার্জির পার্সোনাল একাউন্টেন্ট রামশংকর মহান্তি ওরফে খোকন কে , অভিযুক্তদের বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হলে শ্যামাপ্রসাদ মুখার্জী কে পুনরায় পুলিশি হেফাজতের নির্দেশ দেয় মহামান্য আদালত বর্তমানে তিনি বুকে ব্যথা নিয়ে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ভর্তি এরই পাশাপাশি বিষ্ণুপুর পৌরসভার প্রাক্তন ওভারশিয়ার দিলীপ গড়াই কে মহামান্য আদালত ১৩ দিনের জেলহাজতে পাঠিয়েছে এর পাশাপাশি শ্রদ্ধ অ্যারেস্ট হওয়া শ্যাম ঘনিষ্ঠ খোকন মহান্তি কে পাঁচ দিনের পুলিশি হেফাজতের দিয়েছে মহামান্য আদালত এর আগে খোকন মহান্তির বাড়ি থেকে প্রায় কুড়ি লক্ষ টাকা ও বেশকিছু একাউন্ট এবং জমির দলিল বাজেয়াপ্ত করেছে তদন্তকারী অফিসাররা ।
এরপর তদন্তকারী অফিসাররা দফায় দফায় জেরা করছে অভিযুক্তদের , পুলিশ সূত্রে খবর গতকাল স্যাম ঘনিষ্ঠ খোকন মহান্তি কে জেরা করে আরো বিপুল পরিমাণে অর্থ ও সোনার হদিস পেয়েছে তদন্তকারী অফিসাররা । যে সমস্ত ব্যাংক একাউন্টের হদিস পেয়েছে তদন্তকারী অফিসাররা সেই অ্যাকাউন্টগুলি থেকে কোটি কোটি টাকা লেনদেন হয়েছে এমনটাই জানতে পারছে তদন্তকারী অফিসাররা তবে কোথা থেকে এত টাকা এল টেন্ডার দুর্নীতি কান্ডে আরও কে কে জড়িয়ে সে বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করছে তদন্তকারী অফিসাররা 





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।